আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের জকিগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভূক্ত চিহ্নিত দুই চোরাকারবারীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি এনাম আহমদ ও তার ভাই আবদুস শুকুরকে এসআই রাশেদুদজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আটক করতে যায়। এ সময় আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে এনাম ও তার ভাই শুকুর পালিয়ে যায়। হামলায় এসআই রাশেদুদজ্জামান, কনস্টেবল আবদুল আহাদসহ ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত হন। ওসি জানান, তারা দুই ভাই চিহ্নিত চোরাকারবারী। এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেন।