আহমেদ নূরের গ্রন্থটি কালের দলিল হয়ে থাকবে: সৈয়দ শামসুল হক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ৫:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা উৎসবে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশনা উৎসব উদ্যাপন পর্ষদের আহŸায়ক শিক্ষাবিদ সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক (এমিরিটাস) মো. আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, জাতীয় কবিতা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট কবি কাজী রোজী এমপি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ, জাতীয় কবিতা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট কবি আসলাম সানী, গীতিকবি পরিষদের সভাপতি এমআর মনজুর।
সৈযদ শামসুল হক বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে একজন সামরিক কর্মকর্তা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল। তার জন্য যতটুকু করার দরকার ছিল তারা তা করেছে। এর মধ্যে একটা কাজ হলো রাজনীতিবিদদের আটক করা। তারা তা-ই করেছে। এছাড়া তারা কিছু উদাহরণমূলক গ্রেপ্তার করেছিল। সাংবাদিক আহমেদ নূর এই উদাহরণমূলক গ্রেপ্তারে পড়েছিলেন।’
গ্রন্থটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট গবেষক সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যাপক শামীমা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উৎসব উদ্যাপন পর্ষদের সদস্য-সচিব নিজামউদ্দিন লস্কর। লেখক অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক আহমেদ নূর।