ইলেকট্রিক সাপ্লাই থেকে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ২:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে রমজান মিয়া (১৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হাবিল মিয়ার বাবুচির ছেলে।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ৫ নং ওয়ার্ডের দিগন্ত ৩৫ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাসার মালিক কলিম উলাহ জানান, রমজান নগরীর একটি ইলেকট্রনিক ওয়ার্কশপে কাজ করত। গত এক সপ্তাহ থেকে সে অসুস্থ অবস্থায় বাসায় ছিলো। আজ সকালে পাশের বাসার ভাড়াটিয়া জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে। পরে পুলিশকে খবর দেয়া হয়। দুপুর পৌনে ১টার দিকে বিমানবন্দর থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বিমানবন্দর থানার ওসি গৌছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়েছে।