এমসি কলেজ ছাত্রের আত্নহনন
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৯ বার পঠিত
নিউজ ডেক্স:: নগরীর আখালিয়া হাওলাদার পাড়ায় ৫৭/৩ নং বাসায় হাসান আহমদ (২১) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র আত্নহত্যা করেছেন।
তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী কাজিরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল করিমের ছেলে। মৃত হাসান আহমদ এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হাসান তার রুমের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল। রাত ১০টার দিকে তাকে ডাকতে গিয়ে দেখা যায় রুমের দরজা বন্ধ। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভেতরে ফ্যানের সাথে হাসানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, হাসান ঘরের একটি ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।