এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি–এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৯:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক সাব্বির আহমদের বাড়ীতে সুধি সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি বন ও পরিবেশ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। শুক্রবার বিকেলে রাজাপুর গ্রামের প্রবীন মুরব্বী আব্দুল মতিন জায়গীরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এমপি এহিয়া চৌধুরী বলেন, আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করায় এলাকার সার্বিক উন্নয়নে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন কুশিয়ারা ডাইকের অসম্পুর্ন বার কিলোমিটার রাস্তার কাজ শেষ করার জন্য ইতিমধ্যে সাড়ে ১৭ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। কয়েক দিনের মধ্যেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। উন্নয়নের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের এলাকার উন্নয়নের লক্ষে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু নিন্দুকেরা এসব উন্নয়ন কাজ বাধা গ্রস্থ করতে চাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহয়োগীতা এবং আল্লাহ সহায় থাকলে কেউই কিছু করতে পারবেনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দকী, আজিজুল হক লকুছ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমএ মালেক, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবদাল মিয়া, প্রাইম ব্যাংক তাজপুর কদমতলা শাখার ব্যবস্থাপক রনবীর চৌধুরী, ব্যাংকার আজমান আলী, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, শামীম আহমদ, মাছুম চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মুফতি মাহমুদ জায়গীরদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কবি তুহিন মনসুর, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন লিলু, ময়নুল ইসলাম জানুর, লন্ডন প্রবাসী মোজাক্কির আহমদ নোমান, সমাজ সেবক আতাউর রহমান, যুবলীগ নেতা মোসাদ্দেক হোসেন রিপন, আব্দুল হালিম ও নাজমুল ইসলাম জায়গীরদার ফরহাদ প্রমুখ।