ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে তিনদিন ধরে মাছ বিক্রি বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৮২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে স্থানীয় প্রভাবশালীরা এক মৎস্যজীবীকে মারধর করার অভিযোগে গত তিন ধরে বুরুঙ্গা বাজারে মাছ ও শুটকি বিক্রি বন্ধ রয়েছে। এতে বাজারে মৎস্য ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে আসছেন। ফলে এলাকার কয়েক হাজার মানুষ পড়েছেন বিপাকে।
জানাগেছে, গত সোমবার রাতে বুরাঙ্গা ইউপির পেয়ারপুর আখড়া বাড়ির সঞ্জিত মিয়া ও আসকন মিয়ার লোকজন মৎস্যজীবী নাছির উদ্দিনের ওপর বুরাঙ্গা হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুরুঙ্গা বাজারে মৎস্য ব্যবসায়ীরা মাছ ও শুটকির দোকান বন্ধ করে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। ঘটনার পর বুরুঙ্গা ইউপির কয়েকটি গ্রাম ও প¦াশবর্তি বোয়ালজুড় ইউপির আরোও কয়েকটি গ্রামের মৎস্যজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে মৎস্যজীবী কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, এঘটনায় সুষ্ঠু বিচার না পেলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপনকর দেব শিবু বলেন, গত তিন ধরে বাজারে মাছ ও শুটকি বিক্রি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।