ওসমানীনগরে এলাকাবাসীর টাকায় ব্রীজ নির্মাণ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৫ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরের উমরপুর-মোলাপাড়া সড়কে সেতু না থাকায় এলাকার মানুষ একটি বাঁশের সাকু দিয়ে চলাচল করে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতিকালে মোলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া, কমলা মিযা,আনহার মিয়া, আগুর মিয়া ও ইয়াওর মিয়ার উদ্যোগে উমরপুর-মোলাপাড়া সড়কের মোলাপাড়া কলেজের সামনে প্রায় ১৫লক্ষ টাকা ব্যায়ে একটি সেতু নির্মান করা হয়েছে। সোমবার বিকালে ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজারুল রহমান চৌধুরী নাজলু,সমাজ সেবক ছাদিকুর রহমান পুরকায়স্থ,আব্দুল করিম, অধ্যাপক মাহমুদ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইউসুফ চৌধুরী, থানা যুবলীগ নেতা অজিত সূত্রধর, সাজু মিয়া, রানা চৌধুরী, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, জাকির মিয়া,শামিম আহমদ, প্রবাসী মবশ্বির আলী, আতা মিয়া প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন প্রবাসী আছাদ মিয়া।