ওসমানীনগরে কালবৈশাখীর তান্ডব
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৯:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের কবলে উপজেলার দুই শতাধিক বাড়ি-ঘর ও গাছা পালা মাটিতে লুটে পড়ে। ঝড়ের সময় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকার অসংখ্য বিদ্যুতের খুটি ভেঙ্গে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুই শতাধিক কাঁচা ঘর বাড়ি ও বিদ্যুতের খুটি সহ গাছগাছালী উপড়িয়ে ও তার ছিড়ে গিয়ে অন্তত দুই কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড় প্রায় ১ ঘন্টা তান্ডব চালায়। এ তান্ডবে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, উমরপুর, বুরুঙ্গা, সাদীপুর, পশ্চীম পৈলনপুর ও উসমানপুর ইউনিয়নের গ্রাম অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। গোয়লাবাজার ইউপির গ্রামতলা(দাসপাড়া) ও পুরকায়স্থ পাড়া, বুরুঙ্গা ইউপির নিজ বুরুঙ্গা গ্রামে অসংখ্য ঘর-বাড়ি, গাছ পালা ও বিদ্যুতের খুটি ভেঙ্গে গেছে।
এ ছাড়াও এলাকার অসংখ্য গ্রামে গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় গ্রামাঞ্চল অন্ধকারে নিমজ্জিত রয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে অন্ধকারে নিমজ্জিত এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে এখনো কোন রকমের কার্যক্রম লক্ষ করা যায়নি।