ওসমানীনগরে জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে হযরত শাহজালাল (রাহ.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ৫ম তম পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। রবিবার দুপুরে গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্মণগ্রাম জামে মসজিদে এ উপলক্ষে এক আলেচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেটের ওসমানীনগর প্রতিনিধি শিপন আহমদ, ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আবুল কালাম আজাদ,বিশিষ্ট মুরব্বি হাজী আছান উল্লাহ।
সংগঠনের সভাপতি হাফিজ আব্দুল আলিমের সভাপতিত্বে ও মো: আবদুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন,মাহমদ আলী কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা ওলিদুর রহমান, হাফিজ আব্দুল কুদ্দুছ, আলা মিয়া, জুমান আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জ্ঞানের রাজ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনন্য অবদান রাখে। পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারন জ্ঞানের চর্চা করলে অনেক জ্ঞান অর্জন হয়। বিজয়ীরা হচ্ছেন, খাদিম উচ্চ বিদ্যালয়ের শামীমা আক্তার, আলহাজ্ব মিনা বেগম মহিলা দাখিল মাদরাসার সাদিয়া জান্নাত, আনহার হোসাইন একাডেমির সিহাব আহমদ। এছাড়া আরো ৫০ প্রতিযোগিকে বিশেষ পুরস্কার দেয়া হয়। শুরুতে কুরআন তেলাওয়াত করেন জাবেদ আহমদ, নাতে পাঠ করেন, আশরাফ আলী।