কাচা আম দেয়ার লোভ দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা : ৪৫ বছরের লম্পট আটক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী ৭ বছরের এক অবুঝ শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার দায়ে ৪৫ বছরের এক লম্পকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে জগন্নাথপুর পৌর এলাকার আলখানারপাড় গ্রামে।
জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে আলখানারপাড় গ্রামের এক দিনমজুরের অবুঝ শিশু কন্যা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে কাচা আম দেয়ার লোভ দেখিয়ে তাদের পার্শ্ববর্তী বাড়ির মৃত আয়না মিয়ার ছেলে ৪ সন্তানের জনক লম্পট মালেক মিয়া (৪৫) তার ঘরে ডেকে নিয়ে দরজা লাগিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিতে চাইলে নরপশু তার গলা টিপে ধরে। এক পর্যায়ে অবুঝ শিশুটির ভয়ার্ত আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অমানুষ লম্পটের কবল থেকে শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই অনির্বাণ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ শিশু কন্যাকে উদ্ধার ও লম্পটকে আটক করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। থানায় আটক লম্পটকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই অনির্বাণ বিশ্বাস জানান, লম্পট মালেক শিশুটিকে ধর্ষণ করতে চেয়েছিল,তবে পারেনি। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং আটক লম্পট মালেক থানা হাজতে রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।