কালবৈশাখী ঝড়ে ৩৭টি গরুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৭১৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাইয়ে ফের কালবৈশাখী ঝড়ে ৩৭টি গরুর মৃত্যু ও গাছ-পালাসহ ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়ন, জগদল, চরনারচর, ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নসহ পৌর শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলতাফ হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার চরনারচর ইউনিয়নে কমপক্ষে ২০টি গরু, করিমপুর ইউনিয়নে ১২টি ও জগদল ইউনিয়নে পাঁচটি গরু মারা গেছে।
তবে কি পরিমাণ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
ইউএনও আরো জানান, প্রতিটি ইউপি চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা পাঠানোর জন্য বলা হয়েছে।
এর আগে ১ এপ্রিল দিরাইয়ে কালবৈশাখী ঝড়ে প্রায় ২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত ও শিলাবৃষ্টিতে সাড়ে ছয় হাজার হেক্টর বোরো খেত নষ্ট হয়।