গোয়াইনঘাটে কিশোরীর আত্বহত্যা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ১২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬২৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জারুল গাছের ডালে ঝুলে এক কিশোরী আত্মহত্যা করেছে । নিহতের নাম জুলেখা বেগম (২০)। সে গোয়াইঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া গ্রামের আনফর আলীর মেয়ে।
জানা গেছে, গোয়াইঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি দক্ষিণপাড়া গ্রামের আনফর আলীর মেয়ে জুলেখা বেগম প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি খাওয়া-ধাওয়া করে ঘুমিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি গভীর রাতের যে কোন সময় ঘর থেকে বের হয়ে গিয়ে একটি জারুল গাছের ডালে রশি দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার ভোরে জুলেখার মা ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার সময় তাঁর মেয়ে গাছে ডালে ঝুলে আছে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ ফাঁরির ইনচার্জ এসআই আব্দুল মোতালেব বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।