গোয়ালাবাজার বণিক সমিতির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৫:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৭ বার পঠিত
ওসমানীনগর সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর ওসি মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনায় গোয়ালা বাজার বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক বিলাল আহমদসহ নিরপরাধ ব্যবসায়ীদের সংযুক্ত করে আদালতে চার্জসীট দাখিলের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি মহসিন রাজা চৌধুরী মিফতা। সাধারণ সম্পাকদ আব্দুল মুমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাজী গিয়াস মিয়া, কোষাধক্ষ্য মো: বশির মিয়া, সদস্য আব্দুল কাইয়ুম, শাহ ইমাম, গয়াছ মিয়া, নেপাল দে, এ.জি.এম সবুজ, মো: মানিক মিয়া, সাজু আহমদ, বাবলা মিয়া প্রমুখ। সভায় বক্তারা গত বছরের ১৭ই ডিসেম্বর থানার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে অটোরিকশা সমিতির দুটি পক্ষে সংঘর্ষে দায়ীত্ব পালনকালে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান নিহত ঘটনায় ১৩ মে আদালতে পাঠানো চার্জশিটে সড়যন্ত্রমূলক বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সদস্য জাকির হোসেন পংকি ও সৈয়দ ফয়সল আলীসহ গোয়ালাবাজারের একাধিক নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট প্রেরনের তিব্র প্রতিবাদ করেন। উক্ত মামলা থেকে ব্যবসায়ী নেতাসহ নিরপরাধ লোকদের অব্যাহতি দেয়ার জন্য সংশি¬ষ্ট প্রশাসনের উর্ধ্ধতন মহলের প্রতি জোর দাবি জানান ব্যবসায়ী নেতারা।