জগন্নাথপুরে ঘুর্নিঝড়ে শতাধিক গরুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ৮:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৫ বার পঠিত
মো: আব্দুল হাই, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে :: বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্নিঝড়ে সহ¯্রাধিক কাচাঘরবাড়ি বিধবস্থ ও শিলাবৃষ্টিতে পাকা ধান, মৌসমী ফসলসহ বিভিন্ন হাওরে চড়ানো শতাধিক গরুর মৃত্যুসহ প্রায় ২শতাধিক হাওরের পানি ও নদীর ¯্রােতে ভেসে গিয়ে নিখোজ রয়েছে। প্রায় আধ ঘন্টাব্যাপী প্রচন্ড ঘুর্নিঝড়ে কাচাঘরবাড়ি ধুমড়ে মুছড়ে মাটির সাথে মিশে যায়। কমপক্ষে ৫ সহস্্রাধিক বিভিন্ন জাতের গাছ উপড়ে রাস্তায় এবং ঘরবাড়িতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় গাছ ও ঘরের নীচে চাপা পড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে লোকজন জানিয়েছেন।
এছাড়া বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবোর) জগন্নাথপুরের ৩৩হাজার কেভির লাইনের ৩টিসহ সংযোগ লাইনের অর্ধশতাধিক খুটি এবং ক্যাবল লাইন ছিড়ে যাওয়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘুর্নিঝড়ের সাথে প্রায় একশ থেকে দেড়শ গ্রাম ওজনের শিলা ভয়াবহ শিলা পাথরের ফলে বিভিন্ন হাওরের ৪০ভাগ পাকাধান ও মৌসুমী ফল আমসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি টিনসেটকৃত হাজার হাজার গৃহের ছাল ছিদ্র হয়ে পড়ে। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনোয়াগাও, ভুরাখালী, হরিনাকান্দি, শালদিঘা, চিলাউড়া, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, কামারখাল, তেলিকোনা, কান্দারগাঁও, আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মাঠগুলোতে চড়ানো ও ধান মারাইয়ের কাজে থাকা প্রায় শতাধিক গরুর মৃত্যু হয়েছে ও প্রায় ২শতাধিক গুরু নিখোঁজ রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
এদিকে ঘুর্নিঝড়ে উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অর্ধশতাধিক বিভিন্ন স্কুলের টিনের ছাল ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টির চিত্র দেখে গ্রামের লোকজন আতংকিত হয়ে পড়েন। উপজেলার পৌরসভার মেয়র ও কলকলিয়া, চিলাউড়া, পাটলী, আশারকান্দি, পাইলগাঁও, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন ঐসব এলাকার কাচাঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের শত শত দরিদ্র পরিবার ঘরবাড়ি বিধবস্থ হয়ে খোলা আকাশের নীচে রয়েছে।
ঘুর্নিঝর ও শিলা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যাওয়া উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকাগুলো ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান পরিদর্শন করেছেন এবং কআষতিগ্রস্থ লোকজনদের খুজ খবর নেন। এছাড়া আওয়ামীলীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ ক্ষতিগ্রস্থদের খুজ খবর নিয়ে সরকারি সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন।