জগন্নাথপুরে নিখোঁজের ২দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৬১ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর শফিকুল ইসলাম ময়না (১১) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে মধ্যনগর থানার গলুহা গ্রামের রতন মিয়ার ছেলে। তবে তাকে সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা আছকির মিয়ার সাথে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামে ভাড়াটে বসবাস করে আসছিলেন।
জানা গেছে, গত বুধবার রাত ৮ টার দিকে শিশু শফিকুল ইসলাম ময়না নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার বেলা ১২ টার দিকে স্থানীয় ঘোষগাঁও ভাঙা নামক স্থানের নতুন ব্রিজের পাশে নলজুর নদীতে ভাসমান অবস্থায় শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কিভাবে এ হতভাগ্য শিশুটির মৃত্যু হয়েছে, এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।