জগন্নাথপুরে ভন্ডপীর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৬০ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আংগুর আলম (৫৫) নামের এক ভন্ডপীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পাতারিয়া দারারপাড় গ্রামের মৃত ফিরোজ আলমের ছেলে।
জানা গেছে, গত রোববার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৫ গ্রাম ওজনের ১০ পুড়িয়া গাঁজাসহ নিজ বাড়ি থেকে ভন্ডপীর আংগুর আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সোমবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এস আই লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রুজু করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত আংগুর আলম একজন ভন্ডপীর। সে তার বাড়িতে গাঁজার আসর বসিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করেছিল। এ ছাড়া ভন্ডপীর সেজে ঝাড়ফোকসহ বিভিন্নভাবে লোকজনের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।