জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স থেকে ৫ লাখ টাকা মূল্যের সেগুন গাছ চুরি
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৫ বার পঠিত

এ বিষয়ে সংশ্লিষ্ট সার্ভার ষ্টেশন, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের সাথে কথা বলে জানা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান থেকে গাছটি কেটে নিয়ে গেলে কেউই এ বিষয়ে জানেন না।
অপর দিকে একটি বিশ্বস্থ সূত্রে জানা যায়, ৫ লাখ টাকা মূল্যের সেগুন গাছটি প্রায় মাসখানেক আগে কেটে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জেনেও সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করেছেন। এর সাথে উপজেলা প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান জানান- সেগুন গাছ চুরির বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।