ঝগড়ার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ২৫৫০ বার পঠিত
নিউজ ডেক্স:: পৃথিবীতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যারা কখনই ঝগড়া করেননি। জীবনে চলার পথে আমরা প্রায়ই কাছের লোকদের সাথে ঝগড়ায় লিপ্ত হই। সেটা সামান্য কোনো বিষয়েও হতে পারে আবার হতে পারে বড় কোনো ইস্যুতেও। তাই বলে ঝগড়ার সময় মাথা গরম করা ঠিক নয়। কারণ এতে শুধুু পরস্পরের মধুর সম্পর্কটাই নষ্ট হয় না; একইসাথে নিজের প্রিয় মানুষটিও হারিয়ে যেতে পারে সারাজীবনের জন্য। কাজেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইলে ঝগড়ার সময় কিছু বিষয় এড়িয়ে চলাই ভালো।
জেনে নিন ঝগড়ার সময় যেসব বিষয়গুলো মাথায় রাখবেন-
অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না:
ঝগড়ার সময় আমরা অনেক সময় নিজের দোষটা অপরের ঘাড়ে চাপিয়ে থাকি। এটা কিন্তু ঠিক নয়। এতে করে ঝগড়া আরও বেড়ে যায় এবং নিজেদের মধ্যকার মধুর সম্পর্কটা আরও তিক্ত হয়। তাই ঝগড়া বাধলেও আগে ঝামেলার বিষয়টা মেটানোর উপায় বের করুন। ঠাণ্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন ঝগড়া চলাকালে তার খারাপ ব্যবহার আপনাকে কতটা কষ্ট দেয়।
অতীতের দোষ টেনে আনবেন না:
ঝগড়ার সময় সঙ্গীর অতীতের দোষ নিয়ে ঘাটলে সম্পকের্র মাঝে ঝামেলা আরও বেড়ে যায়। তাই ঝগড়ার সময় এসব বিষয় এড়িয়ে চলাই ভালো।
বিচ্ছেদ চাইবেন না:
ঝগড়ার সময় রাগের মাথায় হুট করেই সঙ্গীর কাছে তালাক কিংবা বিচ্ছেদ চাওয়া উচিত নয়। পরে এর জন্য অনুতপ্ত হয়ে হাজার বার দুঃখ প্রকাশ করলেও মনের ভেতর একটা ক্ষত রয়েই যায়। এর ফলে সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে আপনি বিশ্বাসও হারিয়ে ফেলতে পারেন। কাজেই ঝগড়ার সময় এ ব্যাপারে সচেতন থাকুন।
কারও সঙ্গে তুলনা করবেন না:
ঝগড়া চলাকালে প্রিয় মানুষটিকে কখনই কারও সঙ্গে তুলনা করবেন না। এতে করে ঝগড়া আরও বেড়ে যায়। বরং ভুল-ত্রুটি নিয়ে দুজনেই আলোচনায় বসুন এবং নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো শেয়ার করুন।
সঙ্গীর কথা মন দিয়ে শুনুন:
অনেক সময় দেখা যায় একজন শুধু বলেই যাচ্ছেন, আর একজন কানে তুলো দিয়ে সামনের দিকে হাঁটা দিলেন। এতে করে পরিস্থিতির অবনতি ঘটে। কাজেই ঝগড়ার বিষয়টি নিয়ে দুজনে মিলেই আলোচনায় বসে মিটমাট করে নিন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।