তামিম-ইমরুলের রেকর্ড
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৫:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৫০ বার পঠিত
নিউজ ডেক্স:: পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ টেস্ট পার্টনারশিপের নতুন রেকর্ড গড়লেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। খুলনা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে এ দুজন ২০০-এর উপরে রান তুলেন। পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম টেস্টে বাংলাদেশের কোনো জুটি ডাবল সেঞ্চুরি করলেন। ৫৩ ওভার শেষে ওপেনিং জুটিতে সংগ্রহ দাঁড়িয়েছে ২৪২, এটিও একটি রেকর্ড। বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে এটাই এখন সর্বোচ্চ রান।
এর আগে ২০১১ সালে ১৮০ রান করেছিলেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীস। তাদেরকে এবার ছাড়িয়ে গেলেন তামিম ও ইমরুল।
এই রেকর্ড গড়ার দিনে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডটাকেও আরো একটু উঁচুতে নিয়ে গেলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। খুলনা টেস্টের চতুর্থ দিন শেষ সেশনে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এতদিন পর্যন্ত আশরাফুলের সাথে যৌথভাবে দেশের হয়ে সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। সপ্তম সেঞ্চুরির পর আর যৌথভাবে নয়, এককভাবেই সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।
তামিম- ইমরুলের ২০০-এর বেশি রানের জুটির মাধ্যমে টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মতো বাংলাদেশ ২০০ বা এর চেয়ে বেশি রানের জুটি গড়ল। এর আগে আশরাফুল- মুশফিক (২৬৭), কায়েস- সামসুর (২৩২) ও জুনায়েদ- তামিম (২০০) এই কীর্তি গড়েছিলেন।