দক্ষিণ সুরমায় বজ্রপাতে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৫ ইং, ১২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের দক্ষিণ সুরমায় হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের পূর্ব পাশের হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও তার খামারের কর্মচারী এক শিশু (১০)। ওই শিশুর নাম জানা যায়নি। তবে তার গ্রামের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
মানিকপুর গ্রামের জাহেদ আহমদ জানান- রবিবার সকালে মানিকপুর গ্রামের পূর্ব পাশে একটি হাওরে খামারের হাঁস চরাতে যান আলী হোসেন ও তার কর্মচারী। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বজ্রপাতের ঘটনার খবর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদকে অবগত করা হয়েছে বলে জানান জাহেদ আহমদ।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে নিহতের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।