দিরাইয়ে ঝড় : ঘরচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ঝড়ে ঘরচাপা পড়ে গুলেনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। নিহত গুলেনা বেগম ভাটিপাড়া গ্রামের জুয়েল কাজির স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে গুলেনার বসতঘরের পাশে থাকা একটি বড় গাছ তার ঘরের উপর ভেঙে পড়ে। এ সময় গুলেনা ঘরের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।