‘পিন্টুকে হত্যা করা হয়েছে’
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ৫:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৫১ বার পঠিত
নিউজ ডেক্স:: বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা যাননি, সরকার পরিকল্পিতভাবে চিকিৎসায় অবহেলা করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
তিনি বলেছেন, “পিন্টুকে মারার জন্য ঢাকা থেকে রাজশাহী নেয়া হয়েছে। তিনি জনপ্রিয় নেতা্। তার জনপ্রিয়তা দেখে সরকার সিটি নির্বাচনের আগে রাজশাহী নিয়ে হত্যা করেছে। তিনি মারা যাননি।”
রোববার দুপুরে পিন্টুর লালবাগের বাসায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন নাসিমা আক্তার কল্পনা।
পিন্টুর স্ত্রীর দাবি, হাইকোর্টের একটি আদেশ ছিল তাকে (পিন্টু) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে রেখে চিকিৎসা করানোর। আমরা আইজি প্রিজনকে এই আদেশ দিলেও তা রাখেননি। পিন্টুকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যায়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে পিন্টুর স্ত্রী যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে পিন্টুর মৃত্যুর খবরে তার সহকর্মী, কর্মী সমর্থকরা তার লালবাগের বাসায় ছুটে যান।
এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তার লালবাগের বাসায় গেছেন।