পুরস্কার পেলেন ওসমানীনগর থানার ৩ এসআই
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১২:১১ অপরাহ্ণ | সংবাদটি ৯৬১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেলেন ওসমানীনগর থানার তিন পুলিশ উপ-পরিদর্শক। বুধবার সকালে সিলেটের পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ওসমানীনগর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম, গোলাম মোস্তফা ও সনক কান্তি দাস।
ওসমানীনগর থানার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামীসহ অধিকহারে গ্রেফতারী পরোয়ানা তামিল এবং আইন শৃংখলা নিয়ন্ত্রনে গুরুত্বপুর্ণ অবধান রাখায় উপ-পরিদর্শক সাইফুল আলম ক্লোলেস মামলা ডিটেক্ট ও চুরাই অটোরিক্সা উদ্ধারের জন্য গোলাম মোস্তফা ও সনক কান্তি দাসকে পুরস্কৃত করা হয়।
তাদের হাতে পুরস্কার স্বরুপ নগদ অর্থ তুলে দেন সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল ইসলাম, রওশনুজ্জামান সিদ্দিকি, সুজ্ঞান চাকমা, নবগত অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।