প্রেমিকাকে বিয়ের পরই লাশ হলো প্রেমিক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ৭:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৬১ বার পঠিত
নিউজ ডেক্স:: প্রেমিকা অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার পরপরই লাশ হলেন পেমিক। রোববার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম মাঝাপাড়ায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় হুমায়ুন কবির (১৮) নামে ওই প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
হুমায়ুন ওই গ্রামের কৃষক আনছারুল ইসলাম লেবুর ছেলে ও জলঢাকা আইডিয়াল কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
রোববার দুপুর আড়াইটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিভিন্ন সূত্র জানায়, একই এলাকার বিদ্যুৎমিস্ত্রি আব্দুল আজিজের মেয়ে চেওড়াডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক ছিল। এতে নাকি মেয়েটি তিন মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে মেয়েপক্ষের লোকজন হুমায়ুনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে মারধর ও পড়ে মেয়ের বাড়িতেই সেই রাতেই স্থানীয় বেলাল নিকাহ রেজিস্ট্রাড‘র (কাজি) মাধ্যমে বিয়ে পরিয়ে দেয়। বিয়েতে ছেলেপক্ষের কোনো অভিভাবক বা আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন না।
মেয়ের বাড়ির লোকজন সাংবাদিকদের জানান, ছেলে ও মেয়ে তাদের প্রেমের ও দৈহিক সম্পর্ক নিজ মুখে স্বীকারের পর তাদের ইচ্ছায় বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ভোরে ফজরের সময় হুমায়ুন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার নাম করে মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে। সকালে খবর পাওয়া যায় গ্রামের অদূরে একটি ফাঁকা স্থানে আমগাছে হুমায়ুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
তবে ছেলের বাবা থানায় অভিযোগ করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মেয়েপক্ষ।
এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আপাতত একটি ইউডি মামলা করা হবে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।