বালাগঞ্জে ইউনিয়ন ফুটবল টুনামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭৯১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টেরে উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪ টায় বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় এক নং ওয়ার্ডের খেলোয়াড়রা তাদের প্রতিপক্ষ হিসেবে ছয় নং ওয়ার্ডের খেলোয়াড়দের মোকাবেলা করে। খেলায় ছয় নং ওয়ার্ড ৩ গোলে বিজয়ী হয় এবং তাদের প্রতিপক্ষ এক নং গোল শুন্য অবস্থায় মাঠ ছাড়ে। খেলা পরিচালনা করেন সাইদুল ইসলাম চৌধুরী। সহকারী হিসেবে ছিলেন রজব আলী ও স্বপন মিয়া। বিজয়ী দলের গোলদাতারা হলেন ছানাওর আলী গেদনী, আমীর হাবীব ও আলম আহমদ। উদ্বোধনী খেলায় মাঠে চর্তুদিকে ব্যাপক দর্শকের সমাগম ঘটে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা বিআডিবি চেয়ারম্যান আনহার মিয়া। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার কমিটির সভাপতি জুয়েল আহমদ নুরের পরিচালনায় উদ্বোধনী খেলায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মো: মাখন মিয়া, সাধারন সম্পাদক মো: মকবুল মিয়া, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক মো: জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারন সাংবাদিক রজত দাস ভুলন, বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস, বালাগঞ্জ ফুটবল এসায়েশনের সদস্য সচিব মুহিবুর রহমান, সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক পীর মজনু মিয়া, ক্রীড়া সংগঠক জোনাব আলী, দুলু মিয়া, যুবনেতা লিটন মিয়া, ছাত্রলীগ নেতা আবদুর রকিব জুয়েল, অমল দাস আপন, ডিড রাইটার আব্দুল নুর সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।