বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৫ ইং, ৮:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল নুর ওরফে নুর মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ এনে সোমবার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে স্বাক্ষরকারীরা হলেন বোয়ালজুর ইউনিয়নের ২ নং ওর্য়াড সদস্য শেখ শাহজান মিয়া, ৩ নং ওর্য়াড সদস্য আলতাফুর রহমান চৌধুরী, ৪নং ওর্য়াড সদস্য তজমুল হোসেন জনি, ৬ নং ওর্য়াড সদস্য নজরুল ইসলাম, ৮ নং ওর্য়াড সদস্য আব্দুল নুর, ৯ নং ওর্য়াড সদস্য আব্দুস ছত্তার, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য পিয়ারা বেগম ও৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য রাছনা বেগম।
অভিযোগে প্রকাশ : বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল নুর নির্বাচিত হওয়ার পর থেকে এডিবির অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে আসছেন। তাছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে অনৈতিক ভাবে লোকজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়েও অনিয়ম করে আসছেন। চেয়ারম্যান আবদুল নুর উত্তরাধিকার সনদ প্রদানে অনিয়মতান্ত্রিক ভাবে বাড়তি অর্থ আদায় ও আত্মসাৎ এবং ইউপি সদস্যদের ভাতা প্রদানেও অনিয়ম করে আসছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ্য রয়েছে।
অভিযোগে আরোও বলা হয়,ভিজিডি, বিজিএফ কার্ড চেয়ারম্যানের মনোনিত একই পরিবারকে টানা দুই বার দেয়াসহ সরকারি শীতবস্ত্র শীতার্তদের মধ্যে বিতরন না করে ইউনিয়ন পরিষদের গোদামে ফেলে রেখেছেন। ২০১২ সালে ইউনিয়ন পরিষদের লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন। ইউনিয়ন পরিষদের মাসিক সভা ও জরুরী সভার রেজুলেশনে অনিয়ম, ট্যাক্স আদায়ে অনিহা অনিয়ম ও আত্মসাৎ করা হতদরিদ্র কর্মসৃজন কর্মর্সূচীতেও অনিয়ম করছেন বলেও লিখিত অভিযোগে বলা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবদুল নূরের মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল ইসলাম সরকার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।