বালাগঞ্জে রেনু পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: মৎস্য অধিদপ্তরের হাওর অঞ্চলের মৎস চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিলেটের বালাগঞ্জ উপজেলার ৪টি জলাশয়ে দেশীও প্রজাতির কাতলা, মৃগেল, রুই ,কালি বাউস ,গনিয়া, ঘাসর্কাপ সহ বিভিন্ন জাতের রেনু পোনা সোমবার বিকালে অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত নাজমুল হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ড:হাসানুল কবির কামালী, প্রানি সম্পদ কর্মকর্তা ড:শরিফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুল আলম সরকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিনুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল হালিম, মৎস্য জীবি প্রতিনিধি অনিল বিশ্বাস, অজিত নমসুত্র, নীলমনি বিশ্বাস, কালি পদ দাস প্রমুখ