বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৬১ বার পঠিত
নিউজ ডেক্স::হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি বুকের ব্যথা অনুভব করেন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০মিনিটে মারা যান তিনি।
বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। বর্তমানে সেই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ পিন্টুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।