বিখ্যাত অভিনেতার বসবাস এখন রাস্তায়
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৬ বার পঠিত
নিউজ ডেক্স:: ২০০২ সালে ‘সিটি অব গড’ নামের একটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন ব্রাজিলিয়ান অভিনেতা রুবেন্স সাবিনো। তারপর থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিলো তার খ্যাতি। কিন্তু তার বর্তমান অবস্থা অবাক হওয়ার মত। এখন সাওপলোর রাস্তায় বসবাস করেন তিনি। আর তাকে বেশিরভাগ মানুষ চিনে মাদকাসক্ত ব্যক্তি হিসেবে।
সিটি অব গড সিনেমার পরিচালক ফার্নান্দো মেইরেলস তার এই সিনেমায় মাদক সম্পর্কিত বিষয় নিয়ে সহিংসতার একটি চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। তিনি তার সিনেমার অভিনেতার আবার রাস্তায় ফিরে যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
ব্রাজিলের গণমাধ্যমে সাবিনোর রাস্তায় ঘুরে বেড়ানোর ছবি ছাপা হয়েছে। সাবিনো যে এলকায় দিয়ে ঘুরে বেড়ায় ওই এলাকায় মাদকাসক্তদের আড্ডাখানা বলে পরিচিত। তবে সাবিনো এর আগে অভিযোগ করেছিলেন, তিনি অভিনয় করে ঠিক মত টাকা পয়সা পেতেন না। বর্তমান সময়ের জীবন তার মোটেও ভালো লাগে না। তিনি এখন পর্তুগালের নতুনভাবে জীবন পরিচালনা করার জন্যে পাড়ি জমাতে চান।