বিপুল ভোটে পুনর্নির্বাচিত বিশ্বনাথের রুশনারা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৯২ বার পঠিত
নিউজ ডেক্স:: ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সিলেটের বিশ্বনাথের মেয়ে রুশনারা আলী।বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা পেয়েছেন ৩২ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৮০ হাজার ভোটারের ৬৩.৯ শতাংশ এবার ভোট দিয়েছেন। বাঙালি অধ্যুষিত এ এলাকার ভোটাররা যে রুশনারাকেই আবারও পার্লামেন্টে পাঠাবে তা একরকম নিশ্চিতই ছিল।
১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করেন রোশনারা আলী। পিতার আফতাব আলী ও মাতা রানু বেগম তাঁর ডাক নাম দিয়ে ছিলেন স্বপ্না। মাত্র ৭ বছর বয়সে উপজেলার ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রোশনারা আলী পিতা-মাতার সাথে পাড়ি জমান স্বপ্নের দেশ বৃটেনে। সেখানে যাওয়ার পর তিনি লন্ডনের মালবেরি স্কুলে লেখাপড়া করেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও দর্শন ডিগ্রী অর্জন করেন। রোশনারা আলী কাজ করেছেন পার্লামেন্টে, ফরেন অফিস, হোস অফিস ও আইপিপিআরএ।