বিশ্বনাথে ইউপি তথ্য সেবা কেন্দ্র চুরি
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬১৬ বার পঠিত
নিউজ সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার (তথ্য সেবা) কেন্দ্র চুরি সংগঠিত হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় ইউপি পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুরমান আলী।
তিনি বলেন, প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ ভবনের ডিজিটাল সেন্টার (তথ্য সেবা) কেন্দ্র বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে ডিজিটাল সেন্টার খুলতে এসে দেখতে পান রুমে দরজার তালার ছিটকি ভাঙা রয়েছে। ভিতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় রুমে পড়ে আছে। রুমে থাকা একটি ল্যাপটেপ, কম্পিউটার, প্রিন্টার, মডেম, টিভি, সেলাই মেশিন, ডিজিটাল ক্যামেরা,ইউপিএস ও দুটি ফ্যান চুরের দল নিয়ে যায়। রুমের দরজার লক ভেঙে রুমে ভিতরে চুরের দল প্রবেশ করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ইউপি চেয়ারম্যান লিলু মিয়া তথ্য সেবা কেন্দ্র চুরির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।