বিশ্বনাথে গোয়াহরি পাঠাগারের বৃক্ষরোপন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ৬:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৬০৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের একটি রাস্তায় প্রায় ১ কিলোমিটার জায়গায় বৃক্ষরোপন করা হবে। আগামী শুক্রবার ১৫ মে বিকেল ২টায় এ উপলক্ষে আলোচনা সভা সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংস্থার সংশ্লিষ্ঠ সবাইকে নির্দিষ্ঠ সময়ে উপস্থিত থাকার জন্য সংস্থার সভাপতি কয়েছ হোসাইন জাহাঙ্গীর বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।