বিশ্বনাথে জনমঙ্গল-রশীদপুর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৫ ইং, ৭:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০০ বার পঠিত

সংগঠনের সভাপতি সাহিবুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক, শিক্ষানুরাগী মো. লোকমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মো. শফিকুল ইসলাম, শেখ মো. নুর মিয়া, মো. আয়না মিয়া, শেখ মো. আজাদ, শাহ হুশিয়ার আলী, মো. আপ্তাব আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য নূরউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সদস্য আব্দুল খালিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সুহেল, সাংগঠনিক সম্পাদক শেখ মো. সালাহউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান শিপন, মাহবুল আহমদ জুবেল, যুগ্ন-সম্পাদক মো. মোতাহির আলী, ক্রীড়া সম্পাদক ইমাদউদ্দি দয়াল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমিন মামুন, জাহাঙ্গীর আলম, শেখ হেলাল, দপ্তর সম্পাদক সিতাব আলী, সহ-সম্পাদক রফিক আলী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক খছরু আহমদ, নির্বাহী সদস্য ঝুটন চৌধুরী, শাহ হাবিবুর রহমান, সাহেল আহমদ, মোতাহির খান, সাইদুল ইসলাম, আতিকুর রহমান, রজলু মিয়া, আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুলতান আহমদ। আলোচনা সভার পূর্বে সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটের অতিথিবৃন্দ।