বিশ্বনাথে জাতীয় সেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বুধবার সন্ধ্যায় জাতীয় সেচ্ছাসেবক পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় পার্টির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা মধ্যে দিয়ে পালিত হয়েছে। সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আলা উদ্দিনের সভাপতিত্বে যুগ্ন-সদস্য সচিব শওকত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল আলম লালু, এম. এ. রব, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক জয়নাল আবেদীন, সাংসদের একান্ত সচিব মো. এস. ইউ. এ তামিম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য শরীফ উদ্দিন, শাহিন আহমদ, নাজিমউদ্দিন, উমর আলী, আব্দুল গণি, সেচ্ছাসেবক পার্টির নেতা আব্দুল মতিন, রুহেল, শুকুর আলী, মকবুল হোসেন, যুবসংহতি নেতা নাছিরউদ্দিন, মো. জবদানী, ছাত্রসমাজ নেতা পারভেজ আহমদ মারুফ, তরুণ পার্টির আহবায়ক সুহেল আহমদ, আব্দুল কাদির প্রমূখ।