বিশ্বনাথে তালামীযের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ৯:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার কাউন্সিল উপলক্ষে শনিবার বিকাল ৩টায় সংগঠনের বিভাগীয় কার্য্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। সিলেট (পশ্চিম) জেলা শাখার সভাপতি সুহায়ীল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মুহাঃ আব্দুর রব। সভায় আলী আনহার শাহানকে আহবায়ক ও মোঃ আবুল কাশেমকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন- যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসান, সদস্য ইসলাম উদ্দিন, ময়নুল ইসলাম, আবু ছালেহ। হুসাইন আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা সহ সভাপতি তৌরিছ আলী, অফিস সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, আমীর উদ্দিন প্রমুখ।