বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নাজির আহমদ খান (৩৫) নামের কালিঞ্জ বাজারের সাবেক এক ব্যবসায়ী আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। তিনি আলাপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তার নিজস্ব দোকান ঘরে এ হামলা ঘটনা ঘটে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
আহত নাজির আহমদ খান সাংবাদিকদের জানান, সম্প্রতি নাজির আহমদ কালিগঞ্জ বাজারের তার নিজস্ব দোকান কোঠায় প্রায় ৫০ হাজার টাকা মুল্যের কাঠ রাখেন। শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখেন, দোকানের তালা ভেঙে প্রতিপক্ষ একই গ্রামের রফিজ আলীর ছেলে নাছির আহমদ, সালেক আহমদ ও শাকিল আহমদ সকল কাঠ নিয়ে যাচ্ছেন। এসময় নাজির আহমদ বাঁধা দিলে নাছির, সালেক ও শাকিল তার উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আাঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেহলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি প্রেরণ করেন।
তিনি বলেন গ্রামের মৃত ইশ্রাক আলীর ছেলে আছন আলী ও মৃত জুবেদ আলীর ছেলে প্রবাসী আলতাব আলীর পরামর্শে কাঠ লুটপাট ও হামলা করা হয়েছে। এসময় তার পকেটে থাকা ১৫হাজার টাকা ও একটি আইফোন মোবাইলসেট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এব্যাপারে জানতে চাইলে আছন আলীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।