বিশ্বনাথে শিশু ধর্ষণকারী ৫৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৫ ইং, ১০:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে চার বছরের শিশু কণ্যাকে ধর্ষণকারী ৫৫ বছরের বৃদ্ধা মানিক মিয়াকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত মুতলিব মিয়ার ছেলে। এঘটনায় ধর্ষিতা শিশু কন্যার মা বাদি হয়ে বৃহস্পতিবার থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হয়েছে। মামলা নং ২।
পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত মানিক মিয়া গত সোমবার দুপুরে তার বাড়ির পাশে বসবাসরত শালিকার চার বছরের শিশু কণ্যাকে একা পেয়ে যৌনপীড়ন করে। এতে শিশু কণ্যা গুরুত্বর জখম হয়। এসময় তার আত্ব-চিকিৎকারের বাড়ির ও আশপাশের লোকজন এসে শিশু কণ্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে শিশু কন্যার মা ওসিসি’র মাধ্যমে বিশ্বনাথ থানায় এহাজার দায়ের করলে মামলা রের্কড করা হয়। মামলার দায়েরের পরপরই থানার এস আই কল্লোল গোস্বামীর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
এব্যাপারে থানার এস আই কল্লোল গোস্বামীর মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।