বিশ্বনাথে সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ৯:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে দুই বছরের সাঁজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন-উপজেলার টুকেরকান্দি গ্রামের আবুল হোসেনের পুত্র গোলাম নূর (৫০)। সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে উপজেলার টুকেরকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন থানা এ এস আই মাসুদ আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় দুই বছরের সাঁজা হয়। মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।