বিশ্বনাথে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৭:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে এক স্কুল ছাত্রীল রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মঈন উদ্দিনের বাড়িতে এ এঘটনা ঘটে। নিহত তরণীর নাম রিনা বেগম (১৬)। সে উপজেলার আতাপুর গ্রামের আবদুল করিমের মেয়ে ও স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ রির্পোট বিকেল সাড়ে ৬টায় লেখা পর্যন্ত এঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানায়।
থানার এস আই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। তবে নিহতের তরুনীর শরীরের আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। তবে এটা রহস্যজনক মৃত্যু বলে তিনি জানান।