বিশ্বনাথে স্কুল ছাত্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিল
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৬:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী রিনা বেগমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে লামাকাজিতে মিছিল ও সভা করেছে এলাকাবাসী।
সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মরব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, আবু বক্কর, ফয়ছল আহমদ, ফয়জুল ইসলাম, সমির দে, লায়েক আহমদ, হারুন আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অভিলম্ভে স্কুল ছাত্রী রিনা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।