বিশ্বনাথে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৫ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৪২ বার পঠিত
বিশ্বনাথে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার-কর্মশালা এবং প্রদর্শনী আগামি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণলায়ের সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে আমন্ত্রতি ব্যক্তিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।