বিশ্বনাথে স্থানীয় উদ্ভাবিত লাগইস সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::
বিশ্বনাথে শুক্রবার সকাল ১১টায় উপজেলা হল রুমে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার-কর্মশালা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণলায়ের সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমুদের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিএসআইআর’র (পিএসও) আক্তার হামিদ দেওয়ান, ড. আব্দুর রব, ড. সেলিম খান, ড. মশিয়ার রহমান, সিলেটের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম ইসলাম উকিল, উপজেলা আ’লীগ সভাপতি মজম্মিল আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রামসুন্দর হাইস্কুলের ছাত্রী আনিকা হক মাইশা এবং সেমনিারের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোস্তাক আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিএসআইআর’র (এসএসও) ড. মাহবুবুর রহমান, ড. মাহমুদুর রহমান ও (এসও) চপল কুমার রায়,উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, কৃষি কর্মকর্তা আলী নুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার শওকত হোসেন, মৎস্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মুক্তাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নুর উদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, মামুনুর রশিদ মামুন, আশিক আলীসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা পরিষদ মাঠে উদ্ভাবিত লাগসই প্রয়োগ প্রদর্শণী ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরিষদ মাঠে দেশে উদ্ভাবিত লাগসই ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।