ব্রিটিশ রাজপরিবারে আরেক নতুন মুখ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৩০ বার পঠিত
নিউজ ডেক্ম:: নতুন সদস্য এসেছে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সংসারে। শনিবার দ্বিতীয় সন্তান প্রসব করেছেন ডাচেস অব ক্যামব্রিজ।
কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বল হয়, ডাচেস অব ক্যামব্রিজ সকাল ৮টা ৩৪ মিনিটে কন্যা সন্তান প্রসব করেছেন। মা ও মেয়ে দুজনই সুস্থ্য আছে। জম্মের পর শিশুর ওজন ৩ দশমিক ৭ কেজি বলে জানানো হয়েছে।
এর আগে কেট মিডলটনকে সেন্ট মেরি হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই প্রথম সন্তান জর্জকে প্রসব করেছিলেন ডাচেস অব ক্যামব্রিজ।
রানী এলিজাবেথসহ ব্রিটিশ রাজপরিবারের সব সদস্যকে নতুন এ সদস্য জম্ম নেয়ার সংবাদ জানানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
নতুন এই অতিথি হতে যাচ্ছেন ব্রিটিশ রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকারি। আর এর ফলে সিংহাসনের উত্তরাধিকারের পথে আরো পিছিয়ে পড়লেন প্রিন্স হ্যারি।