রুশনারা টিউলিপ রুপা নেছার আলীক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৫ ইং, ৫:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বৃটিশ পার্লামেন্টে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রুপা হক ও মো. নেছার আলী কাউন্সিলার পদে নির্বাচিত হওয়ায় বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেছেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী, রুপা হক ও কাউন্সিলার পদে মো. নেছার আলী নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্ঝল করেছেন। দ্বিতীয় বারের মত বিশ্বনাথের কৃতি সন্তান রুশনারা আলী বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে বিশ্বনাথকে আরো এগিয়ে নিয়েছেন। নির্বাচনে তাঁর মত নারী নেত্রীকে দেশ-বিদেশের যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুল সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।