রোশনারা আলীর বিজয়ে বিশ্বনাথে আনন্দের বন্যা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ৭:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৫ বার পঠিত
তজম্মুল আলী রাজু, মোহাম্মদ আলী শিপন ও নূর উদ্দিন:: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মেয়ে রোশনারা আলী। ব্রিটেনের লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে বিশ্বনাথ উপজেলার মেয়ে রোশনারা আলী সৃষ্টি করেন এ ইতিহাস। লেবার পার্টির প্রার্থী রোশনারা আলী ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি কনজারভেটিব পার্টির ম্যাথু স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট।
শুক্রবার দুপুরে রোশানারা আলীর বিজয়ের সংবাদে বিশ্বনাথের সর্বত্র বইছিলো আনন্দের বন্যা। এই আনন্দ উপজেলাবাসী প্রকাশ করেন মিষ্টি বিতরণ-কোলাকুলি মাধ্যমে। অবিস্মরনীয় এই বিজয়ের ফলে বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে রোশনারা আলী সিলেট তথা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করে। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় বারের মতো বাঙালী হিসেবে রোশনারা আলী এমপি নির্বাচিত হওয়ায় তার পিতৃভূমি বিশ্বনাথের মতো নিজ গ্রাম উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামেও ছিলো আনন্দের বন্যা।
উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়া বাঙালী এমপি রোশনারা আলী। ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করেন রোশনারা আলী। তার ডাক নাম স্বপ্না। মাত্র ৭ বছর বয়সে “ভূরকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” ছাত্রী রোশনারা আলী পিতা-মাতার সাথে পাড়ি জমান স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। সেখানে যাওয়ার পর তিনি লন্ডনের মালবেরি স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, অর্থনীতি ও দর্শন ডিগ্রী অর্জন করেন। রোশনারা আলী কাজ করেছেন পার্লামেন্টে, ফরেন অফিস, হোম অফিস ও আইপিপিআরএ। এছাড়া তিনি একজন দক্ষ সংগঠক ও লেখক।
জানাযায়, রোশনারা আলীর বিজয়ে ভূরকি গ্রামের সাধারন মানুষের মাঝে লক্ষ করা যায় অন্য রকম এক আনন্দের চাপ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মনে ছিলো বাঁধভাঙ্গা উচ্ছাস। গ্রামের ৭০ উর্ধ্ব বৃদ্ধ তাদের প্রতিক্রিয়াতে বলেন, জীবদ্দশায় এরকম আনন্দের সংবাদ কখনও পাননি। আশা করি রোশনারা বিশ্ব দরবারেও ভূরকি তথা বিশ্বনাথ এবং বাংলাদেশের নামটিকে আরোও উজ্জ্বল করবে।
উপজেলার একটি অজপাড়া গ্রাম ভূরকি। কৃষিতে স্বয়ংসম্পূর্ন থাকলেও ভূরকি গ্রামটি এখনো নানান সমস্যায় জর্জড়িত রয়েছে। তবে রোশনারা আলী ব্রিটেনের দ্বিতীয় বারের মতো বাঙালী এমপি নির্বাচিত হওয়ায় তার জন্মভূমি ভূরকি গ্রামও চলে এসেছে আলোচনায়। নিজের নামের অর্থ দিয়েই জেনো রোশনারা আলী আলোচিত করেছেন নিজ গ্রাম ভূরকি তথা বাংলাদেশকে। তাই তাকে নিয়ে উপজেলাবাসীর গর্বের অন্তনেই।
এব্যাপারে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, রোশনারা আলীর বিজয়ে বিশ্বনাথ আনন্দ বিরাজ করছে। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে সিলেট তথা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, নিজ ইউনিয়নের বাসিন্দা রোশনারা আলী আবারো ব্রিটেনে এমপি নিবার্চিত হওয়ায় ইউনিয়নবাসী আনন্দিত। এলাকায় আনন্দের বন্যা বইছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, রোশনারা আলী আবার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি নির্বাচিত হয়ে বিশ্বনাথাবসীর দেশবাসীর মূখ উজ্জল করেছেন।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিশ্বনাথে কৃতি সন্তান রোশনারা আলী ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিশ্বনাথ তথা বাংলাদেশের নামটিকে আরোও উজ্জ্বল করছে।