রোশনারা আলী কে বিশ্বনাথের জনপ্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৫ ইং, ১০:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে পূণরায় বিশ্বনাথের মেয়ে রোমনারা আলী এমপি নির্বাচিত হওয়া বিশ্বনাথ উপজেলার জনপ্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দনকারীরা হলেন-বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী,রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া ও দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির।
তারা পৃথক অভিনন্দন বার্তায় বলেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিশ্বনাথের কৃতি সন্তান রোশনারা আলী পূণরায় নির্বাচিত হওয়ায় বিশ্বনাথবাসী মূখ উজ্জল হয়েছে। বিশ্বনাথের বাসিন্দা রোশনারা আলী আবারো ব্রিটেনে এমপি নিবার্চিত হওয়ায় উপজেলাবাসী আনন্দিত। এলাকায় আনন্দের বন্যা বইছে। রোশনারা আলী ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিশ্বনাথ তথা বাংলাদেশের নামটিকে আরোও উজ্জ্বল করছে। বৃটেনে রোশনার আলীর পক্ষে প্রচার-প্রচারনা ও তার জন্য যারা কষ্ট করেছে তাদের কে অভিনন্দন জানান। তারা রোশনারা আলীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।