রোশনারা আলী-টিউলিপের নির্বাচনী প্রচারণা চালাতে যুক্তরাজ্যে গেলেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৫ ইং, ১১:০২ পূর্বাহ্ণ | সংবাদটি ৯০৬ বার পঠিত
টিউলিপ সিদ্দিকী ছাড়াও আরেক বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলীসহ লেবার পার্টির সকল প্রার্থীর পক্ষেও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি। তাই তিনি রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন।
আগামি ৭ মে অনুষ্ঠিত হবে ব্রিটেনের পার্লামেন্ট হাউস অব কমন্স’র নির্বাচন। এ নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক ১২ জন বাঙালি প্রতিদ্ব›িদ্বতা করছেন। তাদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন-বো আসনে মনোনিত প্রার্থী রুশনারা আলী ও হ্যামস্টেন্ড এন্ড কিলবার্ন আসনের প্রার্থী টিউলিপ সিদ্দিকী।
দু’জনের মধ্যে টিউলিপ এবারই প্রথম পার্লামেন্ট নির্বাচনে অংশ নিলেও রুশনারা আলী প্রতিদ্ব›িদ্বতা করছেন দ্বিতীয়বারের মতো। এর আগে ২০১০ সালের নির্বাচনে বেথনাল গ্রিন-বো আসন থেকে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন।
বেথনাল গ্রিন-বো এবং হ্যামস্টেন্ড এন্ড কিলবর্ন আসনে সিলেটিসহ বিপুল সংখ্যক বাংলাদেশী বসবাস করছেন। এসব অধিবাসীর সংখ্যাগরিষ্ঠই লেবার পার্টিকে সমর্থন করেন। তাছাড়া ভারতসহ অন্যান্য দেশ থেকে সেখানে বসবাসকারীদের সিংহভাগ লোকেরই পছন্দের প্রথমতে রয়েছে লেবার পার্টি। ফলে রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী অনেকটাই ভালো অবস্থানে রয়েছেন।
আর এ দু’প্রার্থীর পক্ষে ইতোমধ্যেই প্রচারণায় নেমেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। এবার তাদের পক্ষে ভোট প্রার্থনায় যোগ দিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানও।
রবিবার সকালে বাংলাদেশ ত্যাগ করার আগে তিনি সিলেট বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপসহ লেবার পার্টির সকল প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ ওই নেতা।
তিনি জানান, যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে তিনি লেবার পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। সে কারনে লেবার পার্টির জন্য তাঁর টান রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপকে বিজয়ী করতে গণসংযোগ চালাবেন তিনি।
গত কিছুদিন পূর্বে তাঁর বড় ভাই আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে দল এবং দলীয় নেতাকর্মীরা সহমর্মিতা প্রকাশ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিক চৌধুরী। সময় স্বল্পতার কারণে যুক্তরাজ্য সফরের পূর্বে সকলের সাথে দেখা করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি।