লামাকাজীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৮:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৭১৩ বার পঠিত

টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি এনামুল হক মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির উদ্দিন পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারন সম্পাদক বাবুল আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ব্যবসায়ী আশরাফ চৌধুরী, আবুল খয়ের লালা মিয়া, প্রবাসী ছমির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক জসিম উদ্দিন, শামছুদ্দিন, ফয়ছল অাহমদ, মোহাম্মদ আলী, মাসুক আহমদ, কামাল হোসেন, আলী আকবর লিকন, ওয়াবাউদুল হক সুমন, আকমল হোসেন, লাহিন, তাহির। খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ধারাভাষ্য এসোশিয়নের সভাপতি জুয়েল আহমদ নুর ও যুগ্ম-সম্পাদক দিলসাদ আহমদ।