শফিকুর রহমান চৌধুরীর ভাইয়ের কুলখানিতে ভোট প্রার্থনা!
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৮২৪ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই ও যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের কুলখানী শনিবার মরহুমের বাড়ি বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামে অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার বাড়িতে যেতে দেখা যায়। ফলে শফিক চৌধুরীর বাড়ি মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কুলখানি অনুষ্ঠানে গত এক সপ্তাহ ধরে মোবাইল ফোনে ও বিভিন্নভাবে সিলেট জেলার রাজনীতিবিদ, শিক্ষক, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে আমন্ত্রন জানানো হয়। যার ফলে আমন্ত্রিত ব্যক্তিরা দুপুর থেকে শফিক চৌধুরী বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যোগ দিতে ছুটে যান। এরই মধ্যে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষনীয়। কুলখানি অনুষ্ঠানে যেন আওয়ামী লীগ নেতাদের মিলন মেলায় রুপ নেয়।
এদিকে, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামি ৮ জুন ঘোষনা করা হয়। আর কমিটিতে পদ-পদবি প্রাপ্ত নেতাদের কুলখানি অনুষ্ঠানে সরব উপস্থিত লক্ষ করা যায়। কুলখানি অনুষ্ঠানে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের উপস্থিত ছিল চোখ পড়ার মতো। আগামি ৮জুন উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি মজম্মিল আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিন, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের নাম শুনা যাচ্ছে। তিনটি প্যানেলে এবারের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।
দলীয় সূত্রে জানাযায়, আগামি ৮ জুন উপজেলা আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলন তৃণমূল নেতকর্মীর ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এতে ১৮৩জন ভোটার রয়েছেন বলে জানাযায়।
শনিবার বেলা ২টায় সরেজমিনে শফিক চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা যায়, দফায় দফায় কুলকানি অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামীলীগের নেতাকর্মীর পাশাপাশি উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাঁর বাড়ি আসছেন। এসময় শফিকুর রহমান চৌধুরী আগত লোকজনের সাথে কৌশল বিনিময় ও ঠিকমত খাবার হয়েছি কি এবিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায়। উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কুলখানি অনুষ্ঠানে দেখে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে পদ-পদবি প্রাপ্ত নেতারা সম্মেলনের ভোটার ও তৃণমূল নেতাদের সাথে কৌশল বিনিময় করতে দেখা যায়। অনেকই তৃণমূল নেতাদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায়। আবার কেউ কেউ ভোটাদের গলা ধরে কানে কানে আগামি সম্মেলনে ভোট চাইতে শুনা যায়। দীর্ঘ এক যুগ পর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘুরে নেতাকর্মীর মধ্যে প্রাণঞ্চলতা ফিরে এসেছে।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ভাইয়ের কুলখানিতে তৃণমূল নেতাকর্মীদের সরব উপস্থিত ছিল। এসময় অনেকের সাথে কৌশল বিনিময় হয়েছে। তবে উপজেলা আওয়ামীলীগের আগামি সম্মেলনে ভোট প্রার্থনার বিষয়টি তিনি এড়িয়ে যান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিন বলেন, কুলখানি অনুষ্ঠানে তৃণমূল নেতাদের সাথে কৌশল বিনিময় হয়েছে। তবে আগামি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে তৃণমূল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করি।