শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার আন্তরিক : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫ ইং, ৩:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৫০৬ বার পঠিত
নিউজ ডেক্স:: মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে র্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালী বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জেলা পরিষদের সহকারী কমিশনার ইসরাত জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখে- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার আন্তরিক। বর্তমান সরকার সকল শ্রেণী-পেশার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকরা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের সভাপতি এজাজ আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী প্রমুখ।